ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টের গতিদানব স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
টেস্টের গতিদানব স্টার্ক ছবি: সংগৃহীত

ঢাকা: পার্থের উইকেটে অনন্য এক রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। তিনিই এখন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার।

রোববার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এমন কীর্তি গড়েন ২৫ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান পেসার।

স্টার্কের ২১তম ওভারের চতুর্থ বলটির গতি ছিল ঘণ্টায় ১৬০.৪ কি.মি.(৯৯.৭ মাইল)। এমন ‘রকেট’ গতির ইয়র্কার লেন্থের বলটি সামলান ডাবল সেঞ্চুরি হাঁকানো রস টেইলর (২৩৫ অপা.)। টেস্ট ইতিহাসে কোনো বোলারই এর আগে এমন গতিতে বল করতে পারেন নি।

স্টার্কের আগে মাত্র চারজন ঘণ্টায় ১৬০ কি.মি. বা তার চেয়ে বেশি বেগে বল করার গৌরব অর্জন করেন।

টেস্ট ক্রিকেটে স্টার্ক সেরার আসনে বসলেও ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির বোলারের শীর্ষ আসনটি এখনো শোয়েব আখতারের দখলে। এ তালিকায় পাঁচ নম্বর অবস্থানে স্টার্ক। উল্লেখ্য, সেরা পাঁচে তিনি ছাড়া বাকি চারজনই ডানহাতি বোলার।

২০০৩ সালে নিউজিল্যান্ডের কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কি.মি. বেগে বল ছোঁড়েন আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’র পরেই দুই থেকে চার নম্বরে যথাক্রমে শন টেইট, ব্রেট লি ও জেফ থমসন। এর মধ্যে টেইট ও লি দু’জনই ঘণ্টায় সমান ১৬১.১ কি.মি. গতিতে বোলিং করার রেকর্ড গড়েন।

অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি জেফ থমসন ঘণ্টায় সর্বোচ্চ ১৬০.৬ কি.মি. বেগে বল করেছিলেন। ক্রিকেট ইতিহাসে তাকে অন্যতম দ্রুততম বোলার হিসেবে ভাবা হতো।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএম

** টেইলরের ব্যাটে কিউইদের জবাব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।