ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ টি-টোয়েন্টিতেও টাইগারদের অনুজ্জ্বল ব্যাটিং

সিনিয়র স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
শেষ টি-টোয়েন্টিতেও টাইগারদের অনুজ্জ্বল ব্যাটিং ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে প্রথম টি-টোয়েন্টির ধারাবাহিকতায় দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের অনুজ্জ্বল ব্যাটিং দেখলো স্বাগতিক দর্শকরা। প্রথম ম্যাচে সফরকারীদের দেয়া ১৩২  রানের সহজ লক্ষ্য টপকাতে স্বাগতিকদের হারাতে হয়েছিল ৬ উইকেট।

আর সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৫ রান তোলে টাইগাররা। কিন্তু, এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে জিম্বাবুইয়ানরা। সমতায় শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ।

রোরবার (১৬ নভেম্বর) সফরকারীদের বিপক্ষে স্বাগতিকরা টস জিতে ব্যাটিংয়ে নামলেও ব্যাট হাতে একমাত্র এনামুল হক বিজয় ছাড়া কেউই প্রতিপক্ষের বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে পারেননি। দলের হয়ে এ টপঅর্ডার ব্যাটসম্যান ৫১ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

মজার ব্যাপার হলো, বিজয় ছাড়া ব্যাট হাতে কেউই ৩০ রানের কোঠা ছুঁতে পারেননি। ওপেনার তামিম ‍ইকবালের ব্যাট থেকে আসে ২১ রান। আগের ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৩১। আরেক ওপেনার ইমরুল কায়েস মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এদিকে, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আগের ম্যাচে ২ রান করলেও এ ম্যাচে বিদায় নিয়েছেন ৯ রান করে। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের পর এ ম্যাচে মাত্র ৩ রান করেন অলরাউন্ডার নাসির হোসেন। সাব্বির রহমান ১৭ আর মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে ২২ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয়টিতে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, ১৫ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।