ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এ আর কিডস মিডিয়ার আয়োজনে শুরু হচ্ছে চাইল্ড ক্রিকেট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এ আর কিডস মিডিয়ার আয়োজনে শুরু হচ্ছে চাইল্ড ক্রিকেট

ঢাকা: বাংলাদেশের প্রথম ক্ষুদে গণমাধ্যম প্রশিক্ষণ কেন্দ্র এ আর কিডস মিডিয়া শিশু-কিশোরদের জন্য আয়োজন করছে চাইল্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫।

আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে এ টুর্নামেন্ট।

এর সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে রাজধানীর আরামবাগ মসজিদ মাঠে।

টুর্নামেন্টে অংশ নেবে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা শিশু সাংবাদিকরা। চার দলে ভাগ করা হবে এটি।

এ ব্যাপারে এ আর কিডস মিডিয়ার ব্যবস্থাপক মেজর বেলায়েত হোসেন বলেন, বাংলাদেশের শিশু-কিশোরদের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন। এখন থেকে প্রতিবছর টুর্নামেন্টটির আয়োজন করা হবে। এ বছর ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এটি। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে।

এ আর কিডস মিডিয়ার প্রধান নির্বাহী আরিফ রহমান বলেন, ছয়দিনের এই টুর্নামেন্টের ফাইনাল পর্বে যে দু’টো দল খেলবে, তাদের সঙ্গে অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক দুই ক্রিকেটার। শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), স্কাউট ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।