ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আমারা ভালো খেলতে পারিনি: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আমারা ভালো খেলতে পারিনি: মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ফেব্রুয়ারিতে বিশ্বকাপ দিয়ে নতুন বছর শুরু করেছিল টাইগাররা। শেষটা হলো রোববার (১৫ নভেম্বর)।

ক্রিকেট সূচি অনুযায়ী এ বছর আর ম্যাচ নেই বাংলাদেশের। জয় তুলে বছরের শেষটা রাঙাতে চেয়েছিল টাইগাররা। তবে, টানা সাফল্যের এ ধারা শেষ ম্যাচে এসে থামিয়ে দিলো জিম্বাবুয়ে। নেভিল মাদজিভার ব্যাটে টি-টোয়েন্টি সিরিজে স্বস্তির জয় পেল সফরকারীরা।

শেষ ওভারে ১৭ রান তুলে জিম্বাবুইয়ান টেলএন্ডার ব্যাটসম্যান নাটকীয়তার জন্মই দিলেন মিরপুরে। নাসির হোসেনের প্রথম পাঁচ বলেই তুললেন মূল্যবান ১৭টি রান। আর এতেই কপাল পুড়লো বাংলাদেশের। শেষ ম্যাচে প্রত্যাশিত জয় পাওয়া হলো না টাইগারদের।  

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি এ পরাজয়ে হতাশ হলেও সব যে হারিয়ে ফেলেছেন তা মনে করেন না।   সামনের দিনগুলোতে কিভাবে ভালো টিম কম্বিনেশন দাঁড় করানো যায় সে চিন্তা অধিনায়কের,  আজ আমরা ভালো খেলতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যে অবস্থায় আছি, তাতে আমাদের ভালো কম্বিনেশন প্রস্তুত করা খুব গুরুত্বপূর্ণ।   আমাদের সবচেয়ে বড় ফোকাস ছিল সেদিকেই। সেই সঙ্গে জয়ের দিকেও। জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দূর্ভাগ্যবশত হয়নি। কম্বিনেশনের কথা বললে বলবো এখনো আরও অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে। ’

শেষ ওভারে নাসির হোসেনকে বোলিংয়ে আনা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ওই সময় আমাদের হাতে আর অপশন ছিল না। হয়তোবা রিয়াদ ছিল। নাসিরকে যেটা বলেছিলাম, নরমালি রিলাক্স থেকে বোলিং করতে। কারণ সে ম্যাচের এরকম পরিস্থিতিতে অভ্যস্থ  না বোলিং করতে। তার জন্য এটা নতুন অভিজ্ঞতা। আমি চেয়েছিলাম নাসির যাই করুক নিজের মতো করে করুক। ’

ক্রিকেটের এ ফরম্যাটে এখনো ব্যালান্সড দল গড়তে না পারায় আক্ষেপ  মাশরাফির মনে। তবে সৌম্য, সাকিবরা ফিরলে দলটা ব্যালান্স হয়ে উঠবে বলে মনে করেন টাইগারদের ক্যাপ্টেন, ‘আমরা জানি টি-টোয়েন্টিতে এখনো ব্যালান্সড দল হয়ে দাঁড়াতে পারিনি। যখন আমরা ভালো দল হবো তখন অবশ্যই আমাদের ফলাফল সেটা বলে দেবে। এই মূহূর্তে অবশ্যই আমাদের কম্বিনেশন নিয়ে কাজ করা দরকার। আশা করি  সৌম্য যখন ফিট হবে, সাকিব দেশে ফিরলে আমাদের কম্বিনেশনটা আরও ভালো হবে। তখন হয়তোবা আমরা ভালো খেলবো। ’

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।