ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ রেফারি মাদুগালের ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ম্যাচ রেফারি মাদুগালের ট্রিপল সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ডের খাতায় নাম লেখালেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক রঞ্জন মাদুগালে। আইসিসি’র প্রথম কোনো ম্যাচ রেফারি হিসেবে ৩০০টি ওয়ানডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করলেন তিনি।

আর এমন অর্জনের পর এ লঙ্কানকে অভিনন্দন জানালো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

গত শুক্রবার ( ১৩ নভেম্বর) আবুধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন মাদুগালে। সে ম্যাচেই ৩০০টি ম্যাচের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আইসিসি’র জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিকে বলেন, ‘মাদুগালে একজন অসাধারণ ব্যক্তি। যিনি ক্রিকেটার ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি তার সময়ে সবার থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য। ’

আইসিসি’র ম্যাচ রেফারি হিসেবে ১৯৯৪ সালে সুযোগ পান মাদুগালে। ২০০১ সাল থেকে সংস্থাটির প্রধান ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন তিনি।

৫৬ বছর বয়সী মাদুগালে তিনটি ফাইনাল সহ মোট ছয়টি বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছয়টি চ্যাম্পিয়নস ট্রফি ও চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও রেফারি হিসেবে ছিলেন তিনি।

এর আগে ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ২১টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাদুগালে। আর ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।