ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনেও ব্যাঙ্গালুরুতে বৃষ্টির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
তৃতীয় দিনেও ব্যাঙ্গালুরুতে বৃষ্টির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনও কোনো বল মাঠে গড়ায়নি। ব্যাঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন বৃষ্টির কারণে দুই আম্পায়ার ইয়ান গোল্ড, রিচার্ড কেটেলবোরা আর ম্যাচ রেফারি জেফ ক্রো দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।



এর আগে ব্যাটে-বলে দাপট দেখিয়ে প্রথম দিনটি নিজেদের করে রাখে ভারত। রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ ঘূর্ণিতে ২১৪ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে প্রথম দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৮০ তোলে স্বাগতিকরা। ফলে, তৃতীয় দিন শেষে ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে রয়েছে।

সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। সফরকারী ব্যাটসম্যানদের স্পিন ফাঁদে ফেলে ২২ গজে দাপট দেখান জাদেজা ও অশ্বিন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকা শততম টেস্ট ম্যাচ খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স দ.আফ্রিকা শিবিরে কিছুটা স্বস্তি ফেরান। কিন্তু ব্যক্তিগত ৮৫ রানে তিনিও জাদেজার শিকার হলে স্বল্প স্কোরে শেষ হয় হাশিম আমলাদের প্রথম ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ১৬ ওভার বোলিং করে দুই মেডেন সহ ৫০ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। অন্যদিকে ১৮ ওভারে দুই মেডেন সহ ৭০ রানের বিনিময়ে সমান চারটি উইকেট পান অশ্বিন।

জবাবে প্রথম দিন ব্যাট করতে নেমে ওপেনার মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় দারুণ একটি দিন শেষ করে ভারত। বিজয় ২৮ ও ধাওয়ান ৪৫ রানে অপরাজিত থাকেন।

চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।