ঢাকা: চার ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচেও বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরকারী জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে মেহেদি হাসান মিরাজের দল অতিথিদের ৪-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ উপহার দিয়েছে।
আগে ব্যাটিং করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতে ২৪৩ রান করে অলআউট হয়। টাইগারদের হয়ে মাত্র ৪ রানের জন্য শতক বঞ্চিত হন নাজমুল হোসাইন শান্ত। ২৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক ডানহাতি অফব্রেক বোলার সঞ্জিত সাহার বোলিং ঘূর্ণিতে ৩৮ ওভারে গুটিয়ে যাওয়ার আগে সফরকারীরা তোলে ১১৮ রান। সঞ্জিত একাই ৬ উইকেট তুলে নেন।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানের মাথায় ওপেনার জয়রাজ শেখকে হারায় বাংলাদেশ। তবে, ৯৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে চলেন আরেক ওপেনার সাইফ হাসান এবং তিন নম্বরে নামা নাজমুল হোসাইন শান্ত। সাইফ ৬৭ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪০ রান। আর শান্তর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৯৬ রান। ১১৩ বল মোকাবেলা করে শান্ত ৮টি বাউন্ডারি হাঁকান।
এছাড়া, শফিউল ১৪, জাকির ১১, সাইদ ১৭, মিরাজ ১৫, আরিফুল ৯, রানা অপরাজিত ১১, সঞ্জিত ১০ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে ৭.৪ ওভার বল করে ৪৫ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন মাতিজিমু।
২৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার শন স্নাইডার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে রায়ান মুরের ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটা পেরুতে না পারলে ১১৮ রানে থামে অতিথিদের ইনিংস।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর