ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের শুরু থেকেই সাকিবকে পাচ্ছে রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বিপিএলের শুরু থেকেই সাকিবকে পাচ্ছে রংপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেই স্ত্রী-সন্তানের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে আগামী ২০ অথবা ২১ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

ফলে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম ম্যাচ থেকেই সাকিবকে পেতে যাচ্ছে রংপুর রাইডার্স।

২২ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সোমবার (১৬ নভেম্বর) গুলশানের একটি অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টসের চেয়ারম্যান রফিকুল ইসলাম। সেই সঙ্গে তিনি জানান, রংপুর রাইডার্সের  অধিনায়ক হিসেবে সাকিবই থাকছেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের সাথে নিয়মিত আমাদের যোগাযোগ হচ্ছে। তিনি ২০/২১ নভেম্বর ঢাকায় ফিরবেন। বিপিএলে রংপুরের অধিনায়কও সাকিব। তাই প্রথম দিন থেকেই খেলবেন তিনি। ’

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ শেন জার্গেনসন রংপুরের হেড কোচ হিসেবে আগামীকাল বাংলাদেশে আসছেন বলেও জানান রফিকুল ইসলাম। সহাকারী কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক।

দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। সাকিব ছাড়াও জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিও খেলবেন এই দলে।

রংপুরের বিদেশি সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি ও ব্যাটসম্যান লেন্ডল সিমন্স, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অফস্পিনার সাচিত্রা সেনানায়েকে এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে সক্ষম হয়েছে  তারা।

তবে লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশানকে পাচ্ছে না রংপুর। যদিও দিলশানের সঙ্গে আগে কথা হয়েছিল তাদের। আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংসের কাছ থেকে টাকা নেওয়া ও চিটাগংয়ে খেলতে ইচ্ছা পোষণ করায় ক্রিকেটের স্বার্থে আপত্তি করছে না রংপুর। তবে আগামীতে দিলশান তাদের হয়ে খেলবেন বলে আশা প্রকাশ করেছেন রফিকুল ইসলাম। দিলশানের পরিবর্তে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হককে দলে ভিড়িয়েছে রংপুর।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।