ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শুভাগতের আক্ষেপ, অপেক্ষায় তাসামুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
শুভাগতের আক্ষেপ, অপেক্ষায় তাসামুল

ঢাকা: সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে আছেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার তাসামুল হক। আলোক স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা বন্ধের আগে ৯৬ রানে অপরাজিত এই ডানহাতি ব্যাটসম্যান।



জিম্বাবুয়ে ‘এ’ দলের প্রথম ইনিংসে ৩০৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরির খুব কাছ থেকে ঘুরে এসেছেন দলপতি শুভাগত হোম। ৯২ রান করার পর সাজঘরে ফেরেন তিনি। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনে চার উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছে সফরকারীরা। স্বাগতিকদের চেয়ে এখনো ২৯ রানে পিছিয়ে শুভাগত হোমের দল। হাতে আছে আরও ৬টি উইকেট।

তাসামুল ২১১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারির দেখা পেয়েছেন। এর আগে ১০১ বলে ১২টি চারের সাহায্যে ৯২ রান করে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ‘এ’ – ৩০৩
বাংলাদেশ ‘এ’ –  ২৭৪/৪

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে একাই তিনটি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার ডোনাল্ড তিরিপানো।
 
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগের দিনের ৮ উইকেটে ২৪৮ রানে নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে ‘এ’ দল। শেষ দুই উইকেটে এ দিন আরও ৫৫ রান যোগ করে স্বাগতিকরা। জয়লর্ড গুম্বি ৭০, পিটার মুর ৬২ ও হ্যামিল্টন মাসাকাদজা ৫০ রান করেন।
 
সফরকারীদের পক্ষে মোহাম্মদ শহীদ, আবু জায়েদ রাহি, সাকলাইন সজীব ও শুভাগত হোম নেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মুক্তার আলী।

প্রথম চারদিনের ম্যাচে নাটকীয় জয়ে সিরিজে ১-০ তে লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।