ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ক্রিকেটকে বিদায় জানালেন জনসন মিচেল জনসন / ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন। পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট শেষেই নিজের বুট জোড়া তুলে রাখবেন এ বাঁহাতি সিমার।



বিশ্ব ক্রিকেটে অজিদের হয়ে দাপট দেখানো জনসন সম্প্রতি কিছুটা হালকা মেজাজের হয়ে গেছেন। ওয়াকা টেস্টে কিউইদের প্রথম ইনিংসে কেন উইলিয়ামসন ও রস টেইলরের দ্বারা শাসিত হতে দেখা গেছে তাকে। যেখানে তার বোলিং পরিসংখ্যান ছিল ১৫৭ রানের বিনিময়ে এক উইকেট। যা পার্থে অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বাজে পরিসংখ্যান।

চলমান টেস্টের চতুর্থ দিন শেষে ড্রেসিং রুমে জনসন তার ম্যানেজার স্যাম হ্যালভোরসেনের সঙ্গে অবসরের ব্যাপারটি নিয়ে আলোচনা করেন। আর ক্যারিয়ারে ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন।

জনসন বলেন, ‘অবসর নেওয়ার এটিই আমার জন্য সেরা সময়। আমি খুবই ভাগ্যবান যে, দারুণ একটি ক্যারিয়ার পেয়েছি এবং দেশের হয়ে প্রতিটি মুহূর্তই উপভোগ করেছি। এটা অসাধারণ একটি যাত্রা ছিল। ’

এদিকে জনসনের হঠাৎ অবসরে বিস্মিত হয়েছেন দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি জনসনের পুরো ক্যারিয়ারকে ‘চরম পেশাদারী’ হিসেবে উল্লেখ করেন।

এরআগে ২০০৫ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন জনসন। আর সর্বশেষ ম্যাচটি খেলেছেন ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে। ১৫৩ ওডিআইতে ৪.৮৩ ইকোনোমিতে ২৩৯টি উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

ওয়ানডের দু’বছর পর অজিদের হয়ে টেস্টে অভিষেক হয় জনসনের। ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে মূল একাদশে সুযোগ পান তিনি। চলমান টেস্ট সহ সাদা পোশাকে খেলেছেন ৭৩টি ম্যাচ। যেখানে এখন পর্যন্ত  ৩.৩০ ইকোনোমিতে ৩১১টি উইকেট নিয়েছেন তিনি। টেস্টে অজিদের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় জনসন চতুর্থ। তার আগে রয়েছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ডেনিস লিলি। টেস্টে ভালো ব্যাটিং করা জনসন একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেডএস/ এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।