ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের নারীদেরও হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জিম্বাবুয়ের নারীদেরও হারালো বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করেছে তামিম-মুশফিক-মাশরাফির বাংলাদেশ। চার ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী দেশটির অনূর্ধ্ব-১৯ দলকে ৪-০তে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ে নারী দলকে হারিয়েছে জাহানারা আলমের স্বাগতিক বাংলাদেশ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মেয়েদের ৩৫ রানে হারায় টাইগ্রেসরা। ফলে, দুই ম্যাচ টি-টোয়েন্টির সিরিজে ১-০ তে লিড নিল আয়েশা-ফারজানা-সালমা-রিতু-পান্নারা।

আগে ব্যাটিং করে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সাগরিকায় বাংলাদেশ দারুণ শুরু করে। ব্যাটিং উদ্বোধন করতে নামেন আয়েশা রহমান এবং শারমিন আখতার। ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ৭৬ রান। ১৪তম ওভারে বিদায় নেন শারমিন। আউট হওয়ার আগে ৪৫ বলে তিনটি চারের সাহায্যে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আরেক ওপেনার আয়েশা আউট হওয়ার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৫০ রান। ৫৪ বল মোকাবেলা করে ৫টি চারের সাহায্যে আয়েশা তার ইনিংসটি সাজান।

তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ফারজানা মাত্র ২১ বলে চারটি চার হাঁকিয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে রিতু মনি ফেরেন শূন্য হাতে।

মজার ব্যাপার হলো বাংলাদেশ তিনটি উইকেট হারালেও কোনো উইকেট তুলে নিতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। রানআউট হয়েছেন স্বাগতিকদের তিনজনই।

১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান আসে সার্নি মায়েরসের ব্যাট থেকে। এছাড়া ১৯ রান করেন ওপেনার মিলিলো, ১৭ রান করে অপরাজিত থাকেন মুসোন্দা, ১১ রান করেন মুজাজি। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১১ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রুমানা আহমেদ। এছাড়া দুটি উইকেট পান ৪ ওভারে ১৮ রান দেওয়া অলরাউন্ডার সালমা খাতুন। একটি করে উইকেট তুলে নেন পান্না ঘোষ এবং শায়লা শারমিন। ম্যাচ সেরা নির্বাচিত হন অর্ধশতক হাঁকানো আয়েশা রহমান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।