ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল-৩

দলগত পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছেন নাফিস

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
দলগত পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছেন নাফিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাত্র তিন দিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) তৃতীয় আসর। আর এই আসরে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রথমেই দলগত পারফরম্যান্সের দিকে মনোযোগ দেয়া জরুরী বলে মনে করছেন, বরিশাল বুলসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।

 
 
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট একাডেমির মাঠে দলটির হয়ে অনুশীলনের সময় তিনি একথা বলেন।
 
এ সময় তিনি আরও বলেন, ‘বিপিএলকে সামনে রেখে আমরা গেল এক সপ্তাহ বিকেএসপিতে অনুশীলন করতে পারায় প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে। আর সে কারণেই এবারের বিপিএলে প্রতিটি ম্যাচেই ভাল পারফর্ম করতে চাচ্ছি। এছাড়া গেল এক দেড় বছর ঘরোয়া ক্রিকেট লিগেও আমার  যে পারফরম্যান্স তাতে আশা করছি বিপিএলে নিজেকে ভাল ভাবেই প্রমাণ করতে পারবো’।
 
ক্রিস গেইল টি-টোয়েন্টির সব চাইতে বড় স্পন্সর হিসেবে দলে আছেন তাতে দল কতটুকু ভাল ফলাফল করতে পারবে? এমন প্রশ্নের উত্তরে নাফিস বলেন, ‘ক্রিস গেইল বড় খেলোয়াড় হলেও ভাল ফলাফলের জন্য দলের বাকি ১০ জনকেই পারফর্ম করতে হবে। আর বিপিএলের মত তুমুল প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে জয় পেতে শুধু বিদেশী খোলোয়াড়দের উপর নির্ভরশীল হলেই দল ভাল করতে পারবে না। সেই সঙ্গে দেশী খোলোয়াড়দেরও ভাল খেলতে হবে’।
 
২০১১ সাল থেকে জাতীয় দলে খেলছেন না নাফিস। বিপিএলে ভাল খেলে জাতীয় দলে ফেরার কোন ইচ্ছে আছে কী না? এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, আপাতত জাতীয় দলকে নিয়ে একবারেই ভাবছেন না। বিপিএলে ভাল করলে টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন যে তিনি খেলবেন তাহলে অবশ্যই জাতীয় দলে যোগ দিবেন।
 
২৩ নভেম্বর রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে বরিশাল বুলস। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে আসর শুরু করতে চান নাফিস।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।