ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা দশে টেইলর, শীর্ষে ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সেরা দশে টেইলর, শীর্ষে ভিলিয়ার্স ছবি : সংগৃহীত

ঢাকা: পার্থের ওয়াকায় অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের সুবাদে এক বছর পর টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষ দশে ফিরলেন রস টেইলর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার পার্থ টেস্ট এবং ভারত-দক্ষিণ আফ্রিকার বেঙ্গালুরু টেস্টের আলোকেই সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।



বৃষ্টির ‍কারণে ড্র হওয়া বেঙ্গালুরু টেস্টে ১৫ রানের জন্য শতক বঞ্চিত হন শততম টেস্ট খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স। র‌্যাংকিংয়েও এর প্রভাব পড়ে। ৮৯৯ রেটিং পয়েন্টে যথারীতি এক নম্বর আসনটি নিজের দখলেই রাখলেন এবি। দ্বিতীয় স্থানে থাকা স্টিভেন স্মিথের (৮৯৩) অবস্থানও অপরিবর্তিত।

পার্থ টেস্টে ২৯০ রানের ইনিংস উপহার দেন রস টেইলর। এরই সুবাদে সাত ধাপ টপকে ১০ নম্বরে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এ কিউই ব্যাটসম্যান। রেটিং পয়েন্ট ৭৯৭। অন্যদিকে একই ইনিংসে ১৬৬ রান করা কেন উইলিয়ামসন তিন ধাপ এগিয়ে ছুঁয়ে ফেলেছেন দুইয়ে থাকা স্মিথকে। পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকলেও ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে উইলিয়ামসনের নাম শোভা পাচ্ছে।

ডেভিড ওয়ার্নারও (৮৮০) টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো অজি ওপেনার দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন। চতুর্থ স্থানে থাকা ইংলিশ ব্যাটসম্যান জো রুটের এক ধাপ অবনমন হয়েছে। প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক হাশিম আমলা দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমেছেন। দু’জনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৮৬, ৮৫১।

শীর্ষ দশের মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইউনিস খান ও অ্যালিস্টর কুকের অবস্থান অপরিবর্তিত। সপ্তম ও অষ্টম ও নবম স্থানে থাকা তিন ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৫১, ৮২৬, ৮০৩।

বোলিংয়ে পার্থ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মিচেল জনসনের এক ধাপ অবনমন হয়েছে। ৭৪৪ রেটিং পয়েন্টে আট থেকে ৯-এ নেমে গেছেন ৩৪ বছর বয়সী এ পেসার। তার দুই সতীর্থ মিচেল স্টার্ক (-১) ও জস হ্যাজেলউডেরও (-৩) অবনমন হয়েছে। দুই পেসার যথাক্রমে ১৪ ও ২১তম স্থানে রয়েছেন। অন্যদিকে আট ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এলেন ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা। এক ধাপ এগিয়ে জনসনের আগের অবস্থানে রঙ্গনা হেরাথ (৭৫১)। দশ নম্বরে যথারীতি মরনে মরকেল (৬৯০)।

শীর্ষ সাতজন টেস্ট বোলারের অবস্থান অপরিবর্তিত। ৮৯৩ রেটিং পয়েন্ট পাওয়া ডেল স্টেইনের শীর্ষস্থান অক্ষুন্ন। এর পরে আছেন যথাক্রমে জেমস অ্যান্ডারসন, ইয়াসির শাহ, স্টুয়ার্ট ব্রড, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট ও ভারনন ফিল্যান্ডার।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষেই অবস্থান করছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইয়ে থাকা অশ্বিন ও পঞ্চম স্থানে থাকা জনসনের অবস্থানও অপরিবর্তিত। শুধুমাত্র স্টুয়ার্ট ব্রড ও ভারনন ফিল্যান্ডারের মধ্যে জায়গা রদবদল হয়েছে। তিন থেকে চারে উঠে এসেছেন ব্রড। পাঁচজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৮৪, ৩৬৬, ৩১৫, ৩১০, ২৪৭।

উল্লেখ্য, শীর্ষ পাঁচ টেস্ট ব্যাটসম্যানের পয়েন্টের পার্থক্য মাত্র ১৯। এর মধ্যে চারজনই ভিন্ন টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামছেন। ২৫ নভেম্বর নাগপুরে ভারত-দ. আফ্রিকা ও ২৭ নভেম্বর অ্যাডিলেডে বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্ট শুরু হবে। এ দুই ম্যাচ শেষে পুনরায় টেস্ট র‌্যাংকিং আপডেট করবে আইসিসি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।