ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পরের দুই টেস্টে ভারতীয় দল অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পরের দুই টেস্টে ভারতীয় দল অপরিবর্তিত ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে ভারত। পরের দুটি টেস্ট ২৫ নভেম্বর ও তিন ডিসেম্বর যথাক্রমে নাগপুর ও দিল্লিতে অনুষ্ঠিত হবে।

চার ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

ব্যাঙ্গালুরুর দ্বিতীয় টেস্টটি বৃষ্টিতে ভেসে যায়। ম্যাচের প্রথম দিন খেলা হলেও পরের চারদিন টানা বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত অনিবার্য ড্রয়ই মেনে নিতে হয় দল দুটিকে। আর সেই টেস্টে ১৭ জনকেই পরবর্তি ম্যাচগুলোর জন্য রেখেছেন দলের নির্বাচকরা।

এদিকে দলের দুই পেসার উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার আর ব্যাটিং অলরাউন্ডার গুরুকিরাত সিংকে দ্বিতীয় টেস্টে আগেই ছাড়পত্র দিয়েছিল ভারত। তাই এ ত্রয়ী ক্রিকেটার হয়ত দেশটির ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে পারেন।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতশ্বর পুজারা, আজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি ও গুরুকিরাত সিং।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৮ নভেম্বর, ২০১৫
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।