ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অমির কাছে শুরুটাই গুরুত্বপূর্ণ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
অমির কাছে শুরুটাই গুরুত্বপূর্ণ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুটাই গুরুত্বপূর্ণ বলে জানালেন রংপুর রাইডার্সের উইকেট কিপার কাম ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। আর শুরুটা যারা ভাল করতে পারবে তারা পুরো টুর্নামেন্টে ভাল করবে বলেও বিশ্বাস করেন তিনি।


 
বুধবার (১৮ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে বিপিএলের অনুশীলনের সময় তিনি এমন মন্তব্য করেন।
 
এ সময় তিনি আরও বলেন, ‘কাগজে কলমে প্রতিটি দলই সেরা। কাউকে শক্তিশালী বা ছোট দল বলা যাবে না’।
 
বিপিএলে অন্যান্য দলের মতো তার দল রংপুরের লক্ষ্যও চ্যাম্পিয়ন হওয়া। এমন আশাবাদ ব্যক্ত করে জাতীয় দলের অনিয়মিত এ টাইগার সদস্য জানান, ‘লক্ষ্যতো একটাই চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি দলের মতো আমাদের প্রথম লক্ষ্য সুপার ফোরে খেলা। তার আগে ঢাকায় প্রথম পর্বের যে খেলাগুলো আছে সেখানে জয় দিয়ে শুরু করাই আসল লক্ষ্য। আর ব্যক্তিগতভাবে আমার চিন্তা ভাবনা হচ্ছে, শুরুটা ভাল করার। বড় স্কোর করার। দল আমার কাছে যে প্রত্যাশা করে সেই অনুযায়ী খেলার’।
  
বাংলাদেশ সময় ১৮৪০ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।