ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরোদমে শুরু হল বিপিএলের অনুশীলন

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পুরোদমে শুরু হল বিপিএলের অনুশীলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। চার-ছক্কার ধুম ধারাক্কা এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শিডিউল অনুযায়ী বুধবার (১৮ নভেম্বর) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে এবারের বিপিএলের ৬টি দল।

 
 
যদিও এর আগে বিকেএসপিতে গেল ‍এক সপ্তাহ অনুশীলন করেছে বরিশাল বুলস। পাশাপাশি অন্যান্য দলগুলোও এতদিন ভিন্ন মাঠে নিজেদের অনুশীলন সেরেছে।  
 
বুধবার সকালে মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে অনুশীলনে অংশ নেয় বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। সকাল  ৯টা থেকে শুরু হওয়া তাদের এই অনুশীলণ চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর  একই ভেন্যুতে দুপুর ২ পর্যন্ত অনুশীলনে অংশ নেয় রংপুর রাইডার্স ও সিলেট সুপারস্টারস। আর ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংসের অনুশীলন চলে দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একাডেমির মাঠেই।
 
প্রথম দিনের আনুষ্ঠানিক এই অনুশীলনে আইকন প্লেয়ারদের  মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সুপারস্টারসের মুশফিকুর রহিম ও ঢাকা ডাইনামাইটসের নাসির হোসেন। বাদ বাকি চার দলের চার আইকন প্লেয়ার বরিশাল বুলসের মাহমুদুল্লাহ রিয়াদ, কুমিল্লা ভিক্টোরিয়ানসের মাশরাফি বিন মর্তুজা, চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল ও রংপুর রাইডার্সের সাকিব আল হাসান এদিন অনুপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯২৯ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।