ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-সৌম্যদের জার্সি ও লোগো উন্মোচন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
সাকিব-সৌম্যদের জার্সি ও লোগো উন্মোচন

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল রংপুর রাইডার্স তাদের জার্সি ও লোগো উন্মোচন করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির কোচ, ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা উপস্থিত ছিলেন।



রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম তার দলের লক্ষ্য নিয়ে বলেন, ‘শিরোপাতেই এবার চোখ রাখবে রংপুর। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে আমরা দলে পেয়েছি। দেশি-বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছি। শিরোপা এবার জিততেই হবে আমাদের। ’
 
কোচ শেন জার্গেনসন ছাড়াও ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্য সরকার, আরাফাত সানি, অলক কাপালি, জহুরুল ইসলাম অমি, রাসেল আল মামুন ও আল আমিন (জুনি:)।

দেশি ক্রিকেটারদের সঙ্গে রংপুরের বিদেশি সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি ও ব্যাটসম্যান লেন্ডল সিমন্স, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অফস্পিনার সাচিত্রা সেনানায়েকে এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে সক্ষম হয়েছে  তারা। সর্বশেষ দলটিতে যুক্ত হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক।
 
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হবে দলটিকে। রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। স্ত্রী ও সন্তানকে দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

আগামী রোববার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধণী ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলবে সাকিবের রংপুর।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।