ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও অন্ধকারাচ্ছন্ন পাক-ভারত সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আবারও অন্ধকারাচ্ছন্ন পাক-ভারত সিরিজ ছবি : সংগৃহীত

ঢাকা: অনেক জল্পনা-কল্পনা শেষে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বি-পক্ষীয় সিরিজে সম্মত হয়েছিল দু’দেশের ক্রিকেট বোর্ড। তবে এ ক্ষেত্রে দু’দেশের সরকার প্রধানের অনুমতির প্রয়োজন ছিল।

খুব সহজেই লঙ্কার মাটিতে খেলার অনুমতি মেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে।

কিন্তু ইতিবাচক কোন খবর আসছে না ভারতীয় সরকারের দিক থেকে। কেন্দ্রীয় সরকার থেকে কোন রকম ছাড়পত্র পাচ্ছে না বিসিসিআই! ধারণা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেই এ সিরিজটি সম্পূর্ণ হবে, এছাড়া নয়।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দু’দেশের কূটনৈতিক অবস্থা খারাপ হওয়ায় এ সিরিজটি খেলা ‘খুবই কঠিন’। আর এ ব্যাপারে বিসিসিআইয়ে চেয়ারম্যান ও প্রধান নিবার্হী শশাঙ্ক মনোহর ও অনুরাগ ঠাকুর এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।