ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে: তামিম ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেটে হেরেছে চিটাগং ভাইকিংস। হারের কারণ হিসেবে শেষ ওভারে ক্যাচ মিসকেই দায়ী করেছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।



ম্যাচের শেষ ওভারে শফিউল ইসলামের করা তৃতীয় বলটিতে ডিপ কাভারে ক্যাচ উঠান ড্যারেন স্যামি। কিন্তু আসিফ আহমেদ রাতুলের হাত থেকে ফসকে যায় ক্যাচটি। আর তাতেই মাশুল দিতে হয়েছে চিটাগংকে। পরের বলে চার মেরে জয়ের পথকে সহজ করেন স্যামি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে আমাদের। তবে খেলোয়াড়দের ব্যাপারে কোনো অভিযোগ নেই আমার।   তারা খুব ভালো করেছে। মোহাম্মদ আমির খুব ভালো বল করেছে। রাতুল খুব ভালো ফিল্ডার। পরের ম্যাচে আমি ওকে ওখানেই ফিল্ডিং করাবো। ভুল হতেই পারে।

তবে প্রথম ম্যাচের ভুল গুলোর পুনরাবৃত্তি পরের ম্যাচে দেখতে চান না তামিম, ‘মানুষের শেখারও অনেক কিছু আছে। আজকে যে ভুল গুলো আমরা করেছি, লক্ষ্য থাকবে ওই পরিস্থিতিতে থাকলে এমন ভুলগুলো যেন রিপিট না করি। ’ 

টস জিতে ব্যাটিং নিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করালেও তাতে সন্তুষ্ট হতে পারেননি তামিম, ‘যেভাবে আমরা শুরু ‍করেছিলাম তাতে আরও ২০ রান বেশি করতে পারতাম। ব্যাটিং করার জন্য দারুণ একটি উইকেট ছিল। বল সহজেই ব্যাটে আসছিল। ’

চিটাগং ভাইকিংস তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে সোমবার (২৩ নভেম্বর) মাঠে নামবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মুশফিকের সিলেট সুপারস্টারস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটায়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।