ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরকে প্রশংসায় ভাসালেন মিসবাহ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আমিরকে প্রশংসায় ভাসালেন মিসবাহ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএলের তৃতীয় আসরের প্রথম ম্যাচেই চিটাগং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়ে উদ্বোধনী জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। তবে, রংপুরের ব্যাটিংয়ের ১৯তম ওভারে ভাইকিংস দলের বোলার মোহাম্মদ আমির যেভাবে বলের গোলা ছেড়েছেন তাতে রাইডার্সদের জয় হাতছাড়া হবার শঙ্কাটি নিছক অমূলক ছিলো না।



আর এ কারণে প্রতিপক্ষ বোলার আমিরকে প্রশংসায় ভাসালেন প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মিসবাহ উল হক। ম্যাচ শেষে জানান, ‘পুরো ম্যাচেই আমির ভাল বল করেছে। তার বলে যথেষ্টই গতি ছিল। ’

রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা এই পাকিস্তানি ব্যাটসম্যান নিজের ব্যাটিং সম্পর্কে বলেন, ‘আমি উইকেটে থাকাকালীন ভালই খেলছিলাম। ১৮৭ রান টপকানো কঠিন হলেও অসম্ভব ছিলো না। তবে, প্রথম ৫ ওভারে ৪ উইকেট না পড়লে এতটা ভাবতে হতো না। আর স্যামি ও পেরেরার মতো ব্যাটসম্যান থাকায় আমি জয় নিয়ে বেশ নির্ভার ছিলাম। ’

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের সঙ্গে সঙ্গে ম্যাচটি মিসবাহ নিজেও উপভোগ করেছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।