ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি কিংবদন্তিদের দলে লারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
অজি কিংবদন্তিদের দলে লারা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান লিজেন্ডস দলের একাদশতম খেলোয়াড় হিসেবে ব্রায়ান লারার নাম নিশ্চিত করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর একটি প্রদর্শনী ম্যাচে কেএফসি বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্সের মুখোমুখি হবে গিলক্রিস্ট-রিকি-পন্টিংরা।



অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে মাঠে নামবে অস্ট্রেলিয়ান লিজেন্ডস একাদশ। কিংবদন্তিদের স্কোয়াডে ম্যাথু হেইডেন, অ্যান্ডি বিকেল, অ্যান্ড্রু ফ্লিনটফ, হার্শের গিভস ও গ্লেন ম্যাকগ্রার মতো সাবেক তারকা ক্রিকেটার রয়েছেন। অস্ট্রেলিয়ানদের বাইরে লারার সঙ্গে থাকছেন গিভস ও ফ্লিনটফ।

পার্থের অ্যাকুইনাস কলেজে ওয়েস্টার্ন ‍অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) ক্রিকেট উৎসব চলাকালীন টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বছরের প্রদর্শনী ম্যাচটিতে অপরাজিত ৫১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন লারা। যদিও শেষ পর্যন্ত ৫০ রানের জয় তুলে নেয় পার্থ।

এ ম্যাচটি পার্থ স্কোরচার্সের জন্য একটি প্রস্তুতিও বটে। আগামী ২১ ডিসেম্বর বিগ ব্যাশে নিজেদের প্রথম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকারসের মুখোমুখি হবে পার্থ। পার্থের সামনে এবার টানা তিনবার শিরোপা জেতার হাতছানি। প্রথম দুই অাসরেও তারা ফাইনালে ওঠেছিল। উল্লেখ, ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বিগ ব্যাশের পঞ্চম আসরের পর্দা নামবে।

অস্ট্রেলিয়ান লিজেন্ডস একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট (অধিনায়ক), রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ড্রু সাইমন্ডস, মিচেল কাসপ্রোউইচ, অ্যান্ডি বিকেল, অ্যান্ড্রু ফ্লিনটফ, হার্শেল গিভস, গ্লেন ম্যাকগ্রা ও ব্রায়ান লারা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।