ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট, টসে বিলম্ব

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট, টসে বিলম্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আর কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় ম্যাচ। এ ম্যাচে চিটাগং ভাইকিংসের মোকাবেলা করবে সিলেট সুপার স্টারস।

চিটাগংয়ের জন্য ম্যাচটি এই আসরের দ্বিতীয় আর সিলেটের জন্য প্রথম।

সোমবার (২৩  নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। তবে, ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টস হয়নি।

বিপিএলের তৃতীয় আসরের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ১৮৭ রানের বড় সংগ্রহ গড়েও মিসবাহ উল হকের ৩৯ বলে ৬১ ও থিসারা পেরেরার ১৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে জয় হাত ছাড়া হয়েছে। তাই এ ম্যাচটি দিয়ে প্রথম ম্যাচে হারের ক্ষতে প্রলেপ দিতে প্রস্তুত গোটা ভাইকিংস দল।

অবশ্য আজকের ম্যাচে ভাল কিছু করার আভাস দিয়ে রেখেছেন ভাইকিংস দলপতি তামিম। রোববার (২২ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, প্রথম ম্যাচের ভুল গুলো আর হবেনা। মূলত জয়ের খুব কাছে গিয়েও তা না পাওয়ায় প্রথম ম্যাচের ভুল গুলো শুধরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেটকে হারিয়ে বিপিএলের তৃতীয় আসরে জয়ের ধারায় ফিরতে চাইছেন তিনি।

তামিমের দল জয়ের জন্য মরিয়া হবেন এটাই স্বাভাবিক। কারণ, দলটিতে আছে একঝাঁক প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। ব্যাটিংয়ে যেমন আছেন তামিম, এনামুল বিজয়, তিলকারত্নে দিলশানের মতো হার্ডহিটাররা, তেমনি বোলিংয়ে আছেন মোহাম্মদ আমির, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের মতো বোলররা।

কম যাবেনা ভাইকিংসদের প্রতিপক্ষ সিলেট সিলেট সুপার স্টারসরাও। কারণটিও সংগত। কী নেই দলে? ব্যাটিংয়ে যেমন আছেন টপঅর্ডার ও হার্ডহিটাররা, তেমনি বোলিংয়েও আছেন প্রতিপক্ষের স্টাম্পে চিড় ধরিয়ে দেয়ার মতো বোলাররা।

দেখে নেয়া যাক দলটির ব্যাটিং লাইনআপ; মুশফিকুর রহিম, মুমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, রবি বোপারা ও নাজমুল হোসেন মিলন। আর বোলিংয়ে আব্দুর রাজ্জাক, অজন্তা মেন্ডিস, মোহাম্মদ শহীদ, জশুয়া কব ও নাজমুল হোসেন। তবে, ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের অন্যতম নির্ভরযোগ্য টাইগার পেসার রুবেল হোসেন।

শক্তিমত্তা ও মাঠের পারফরমেন্সের বিচারে টি-টোয়েন্টির ফরমেটে দুই দলের শক্তি সামর্থই আপাত দৃষ্টিতে সমান মনে হলেও আগে থেকেই একথা বলা সংগত হবেনা যে এই ম্যাচে কোন দলটি এগিয়ে খাকছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এক বা দুটি বলই যে কোন সময় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই  কোন দল সেরা তা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে মাচের শেষ বলটি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।