ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলেট-চট্টগ্রাম ম্যাচে টস বিলম্ব!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সিলেট-চট্টগ্রাম ম্যাচে টস বিলম্ব! ফাইল ফটো

মিরপুর থেকে: নির্ধারিত সময়ের ২৬ মিনিট পর টসে এলেন দুই অধিনায়ক তামিম ও মুশফিক। চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টারসের ম্যাচে নির্ধারিত সময় টস অনুষ্ঠিত হয়নি।



নির্ধারিত সময় অনুযায়ী খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবার কথা থাকলেও,  তা হয়নি। ম্যাচ রেফারির সঙ্গে মাঠে  অপেক্ষা করছিলেন চিটাগং অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তার সঙ্গে যোগ দেননি, প্রতিপক্ষের অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সিলেটের দুই খেলোয়াড়ের অনাপত্তিপত্র নিয়ে সমস্যা হওয়ায় নির্ধারিত সময় টস করা সম্ভব হয়নি।

সোমবার (২৩  নভেম্বর) বিপিএলের তৃতীয় স্যাচ শুরুর আগে এমন অভূতপূর্ব দৃশ্যই ধরা পড়ে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইএসপিএন ক্রিকইনফোকে জানান, ‘আমরা সিলেট দলকে আরও সাতদিন আগে থেকেই সব কাগজপত্র গুছিয়ে রাখার জন্য বলেছিলাম। তারা সেভাবে কাজগুলো সম্পন্ন করেনি। ’

সিলেটের ড্রেসিং রুমের বাইরেও দেখা যায়, কর্তৃপক্ষের অনেকে নিজেদের সেলফোনে কথা বলতে ব্যস্ত।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।