ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের খেলোয়াড়রা ভিক্ষুক নন

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জাতীয় দলের খেলোয়াড়রা ভিক্ষুক নন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমরা বিপিএল খেলি তাই বলে তো আর ভিক্ষুক নই। সিলেট সুপারস্টারসের মালিক আজিজুল ইসলাম আমাকে আমার মা, বাবা তুলে বকা দিয়েছেন।

মাঠে আমি তাকে স্যার বলে সম্বোধন করলেও তিনি আমার সঙ্গে যে আচরণ করেছেন তা আমি কখনওই আশা করিনি। জাতীয় দলের খেলোয়াড়দের কী ভাবে সম্মান করতে হয়, তা ওনার শেখা উচিত। আমি তার নামে বিসিবির কাছে অভিযোগ করেছি’- বিপিএলে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের মধ্যকার ম্যাচের আগের ঘটনা বর্ননা করতে গিয়ে এভাবেই সিলেট সুপারস্টারসের মালিকের নামে অভিযোগ করেন তামিম ইকবাল।

সোমবার (২৩ নভেম্বর) চিটাগং ও সিলেটের মধ্যকার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভাইকিংস অধিনায়ক ম্যাচ দেরির ঘটনা বর্ননা করতে গিয়ে আরও বলেন, ‘খেলা যেহেতু ২টায় শুরু হয় তাই টস হয়ে যায় ১টা ৩০ মিনিটে। আজকের ম্যাচে টস করার জন্য ১০ মিনিট দেরি হলে আমি ম্যাচ রেফারির কাছে কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, টেকনিক্যাল কমিটিকে জিজ্ঞেস করতে। আমি তার কথা শুনে ১টা ৫৫ মিনিট পর্যন্ত মাঠেই দাঁড়িয়ে থাকি। পরে এক পর্যায়ে দেখি  মুশফিক টিমলিস্ট নিয়ে আসছেন। আর মুশফিক যে টিমলিস্টটি নিয়ে আসেন তার এক কপি ম্যাচ রেফারিকে, আরেক কপি মুশফিক নিজের কাছে রেখে দেন। আইনত একটি কপি প্রতিপক্ষের অধিনায়কের কাছে দিতে হয়, কিন্ত মুশফিক তা করেননি। ’

পরে মুশফিকের হাত থেকে টিমলিস্ট নিয়ে তামিম দেখেন সেখানে মুশফিকের স্বাক্ষর নেই। আর ওই লিস্টে বিদেশি খেলোয়াড়দের কোঠায় নাম ছিল দিলশান মুনাবেরা ও অজন্তা মেন্ডিসের। ছিল না রবি বোপারা ও জশুয়া কবের নাম। কিন্তু নাম না থাকার পরও তাদের মাঠে নামতে দেখে তামিম রেগে যান। আর এই জন্যই সিলেটের চেয়ারম্যান, আজিজুল ইসলাম তাকে মা-বাবা তুলে বকা দেন।

আজিজুলের এমন অমানবিক আচরণে কষ্ট পেয়ে তামিম বলেন ‘তাদের কাছে টাকা থাকার মানে এই নয় যে, তিনি আমাকে একজন ভিখারির মতো বিবেচনা করে কথা বলবেন। ’

বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ তামিম বিসিবি’র কাছে ইতোমধ্যেই অভিযোগ করে বিচার চেয়েছেন। আর তার অভিযোগের প্রেক্ষিতে বিসিবিও দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শিগগিরই এই বিষয়টি বিসিবি অনুসন্ধান করে ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।