ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

কুপার খুব ভালো বল করছিল: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কুপার খুব ভালো বল করছিল: সাকিব ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শেষ ওভারে ১৫ রান দরকার ছিল রংপুর রাইডার্সের। চিটাগং ভাইকিংসের সাথে আগের ম্যাচে সে রান তোলা সম্ভব হলেও বরিশাল বুলসের বিপক্ষে সেটি করতে পারেনি রাইডার্স ব্যাটসম্যানরা।

কেভিন কুপারের শেষ ওভারে চার উইকেট হারায় দলটি। আর তাতে হারের ব্যবধানটা ১৩ রানের।  

আগের ম্যাচে ড্যারেন স্যামি দলকে জেতালেও বরিশালের বিপক্ষে শেষ ওভারের প্রথম বলেই উইকেট দিয়েছেন তিনি। শেষ ওভারের আগে স্যামি থাকায় জয়ের আশায় বুক বেধেছিলেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে কেভিন কুপার বল হাতে বিধ্বংসী হয়ে ওঠাতেই সেটি সম্ভব হয়নি বলে মনে করছেন সাকিব, ‘স্যামি যখন ছিল, তখন আশা তো ছিলই। কারণ গতকালও শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। কুপার খুব ভালো বল করছিল, যা আমাদের জন্য ম্যাচটিকে কঠিন করে দেয়। ’

দিনের ম্যাচগুলোতে রান বেশি হলেও মিরপুরে রাতের ম্যাচগুলোতে রান কম হচ্ছে। রাতে ব্যাটিং করা কঠিন কিনা-এমন প্রশ্নে সাকিব বলেন, আমি যখন খেলেছি উইকেট ভালোই মনে হয়েছে। যদিও আমি বেশিক্ষণ টিকতে পারিনি। তবে দিনের চেয়ে রাতে খেলা একটু কঠিন।

বাবা হওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব। তার অনুভূতিও জানতে চাওয়া হলো সংবাদ সম্মেলনে। হাসিমাখা মুখে সাকিব বলেন, আমি তখন ফ্লাইটে ছিলাম। ফ্লাইটে থাকা অবস্থায় খবরটা পাই। অনুভূতি তো অবশ্যই ভালো। ওখানে  ল্যান্ড করলাম তারপর দেখলাম (কন্যাকে, হাতে নিলাম। প্রথম হাতে নেওয়া...। প্রথমবার সবকিছু একটু অন্যরকম। প্রথবারের সবকিছুই স্পেশাল থাকে।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।