ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিজাতি সিরিজের ভেন্যু নিয়ে ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
দ্বিজাতি সিরিজের ভেন্যু নিয়ে ধোঁয়াশা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সঙ্গে দ্বিজাতি সিরিজ বাতিল করে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। খবরটি বেশ পুরোনো হলেও নতুন নাটক মঞ্চায়িত হয় টাইগারদের বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে পাক-ভারত দ্বিজাতি সিরিজ আয়োজন নিয়ে গুঞ্জন উঠায়।



টাইগারদের এ সিরিজে না টেনে পূর্বনির্ধারিত দুই দেশের সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে দুবাইয়ে হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির কারণে। ভারত নিরাপত্তার ইস্যু দেখিয়ে সেখানে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। উল্টো তারা ভারতে খেলতে আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান সে প্রস্তাবে রাজি হয়নি।

ভারতের উগ্রপন্থী সংগঠন শিব সেনার বিক্ষোভের মুখে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠকও ভেস্তে যায়।

দু’দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিমত পোষণ করে বিসিসিআই। এদিকে, ভারতের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করার হুমকি দিয়ে রাখে পাকিস্তান। এরপর বিভিন্ন ইস্যুতে এগিয়ে আসতে চাইছে ভারত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মাটিতে সিরিজটি খেলতে দুই দেশের বোর্ড কর্তারা সম্মতি জানায়।

বারবার ভেন্যু নিয়ে প্রশ্ন উঠা সিরিজটি বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হবে এ নিয়েও চলছে নাটক। দুই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে কোথায় হবে সিরিজটি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার ডিসেম্বরে কোনো হোম সিরিজ নেই। তাই দুটি দেশকেই ভেন্যু হিসেবে পছন্দ করেছে দুই বোর্ড। পাকিস্তান চায় বাংলাদেশের মাটিতে সিরিজটি খেলতে আবার ভারত চায় লঙ্কার মাটিতে সিরিজ আয়োজনের। তবে ক্রিকেটীয় উন্মাদনা বিবেচনায় এনে বাংলাদেশকে এগিয়ে রেখেছিল দুই বোর্ডই। এদিকে, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, সিরিজটি অনুষ্ঠিত হওয়ার জন্য শ্রীলঙ্কার ভেন্যুকেই এগিয়ে রাখছে দুই বোর্ড।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিজাতি সিরিজে অংশ নেয়নি ভারত। কয়েক মাস আগে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর করে পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দেশের মধ্যে ২০২২ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে। তারই প্রথম সিরিজ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু প্রথম সিরিজটিই পড়ে যায় হুমকির মুখে।

১৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে সংক্ষিপ্ত একটা সিরিজ হতে পারে দুই দেশের মধ্যে। কোনো টেস্ট ম্যাচ না থাকলেও ভারত-পাকিস্তান তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।