ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের টার্গেট ১৭৭ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মাশরাফিদের টার্গেট ১৭৭ রান ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংস। দিনের প্রথম এ হাইভোল্টেজ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার দলপতি মাশরাফি বিন মর্তুজা।



ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে তামিম-জিয়া-বিজয়-দিলশানদের চিটাগং।

ব্যাটিংয়ের উদ্বোধন করতে চিটাগংয়ের হয়ে ক্রিজে আসেন তামিম ইকবাল এবং লঙ্কান তারকা তিলকারত্নে দিলশান। উদ্বোধনী জুটিতে ভাইকিংসের দুই ওপেনার তুলে নেন ৬৩ রান। ৭.১ ওভারে বিদায় নেন দিলশান। আশার জাইদির বলে ইমরুল কায়েসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে দিলশানের ব্যাট থেকে আসে ৩৬ রান। লঙ্কান এ ওপেনার ২১ বল মোকাবেলা করে একটি ওভার বাউন্ডারির সঙ্গে ৬টি বাউন্ডারি হাঁকান।

চলতি আসরে রানের মধ্যে থাকা আরেক ওপেনার তামিম খেলেন ৩৩ রানের ইনিংস। জাইদির দ্বিতীয় শিকারে মাহমুদুল হাসানের তালবন্দি হয়ে বিদায় নেওয়ার আগে তামিম ৩১ বলে একটি চার আর তিনটি ছক্কায় তার ইনিংস সাজান।

দলীয় ৮৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভাইকিংস। চামারা কাপুগেদারাকে ফিরিয়ে দেন কুমিল্লার দলপতি মাশরাফি। ব্যক্তিগত ২ রান করে ম্যাশের বলে বোল্ড হন কাপুগেদারা। দলীয় ১২৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইয়াসির আলি। ১৮ বলে দুটি চার আর একটি ছক্কায় ইনিংস সাজিয়ে ইয়াসির ২২ রান করে বিদায় নেন। ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনের ঘূর্ণিতে লিটন দাস স্ট্যাম্পিং করেন ইয়াসিরকে।

টাইগারদের তারকা ব্যাটসম্যান এনামুল হক বিজয় ক্রিজের আরেক প্রান্তে দাঁড়িয়ে ৩৯ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে তিনি ৩০ বল মোকাবেলা করে চারটি বাউন্ডারি হাঁকান। এছাড়া ব্যাটে ঝড় তুলে ১৬ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন জিয়াউর রহমান।

কুমিল্লার হয়ে জাইদি দুটি, মাশরাফি এবং নারাইন একটি করে উইকেট লাভ করেন।

চিটাগং ভাইকিংস একাদশ: তামিম ইকবাল, দিলশান, এনামুল হক বিজয়, চামারা কাপুগেদারা, ইয়াসির আলি, জিয়াউর রহমান, শফিউল ইসলাম, সাঈদ আজমল, আসিফ আহমেদ, মোহাম্মদ আমির ও তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, শুভাগত হোম, আশার জাইদি, মাহমুদুল হাসান, অলোক কাপালি, ক্রিস সান্তোকি, সুনীল নারাইন ও আবু হায়দার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।