ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে পারলো না বাংলাদেশ অ-১৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ভারতের বিপক্ষে পারলো না বাংলাদেশ অ-১৯ ছবি : সংগৃহীত

ঢাকা: স্বাগতিক ভারত-সফরকারী বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাহুল দ্রাবিড়ের শিষ্যদের কাছে ৪ উইকেটে হেরেছে মেহেদি হাসান মিরাজের দল।

৮ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক ভারতের অনূর্ধ্ব-১৯ দলটি।

আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে দলপতি মিরাজের অসাধারণ ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে তোলে ২২২ রান। জবাবে ৪৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দ্রাবিড় শিষ্যরা।

মিরাজের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৮৭ রান। তার ৯০ বলের ইনিংসটি সাজানো ছিলো ১০টি চার আর দুটি ছক্কায়। ওপেনার জয়রাজ ১৫ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার সাইফ হাসান করেন ৩৩ রান। নাজমুল হোসেন শান্ত (৪) আর জাকির হাসান (৩) ব্যাট হাতে ব্যর্থ হলেও শেষ দিকে সাইফ উদ্দিন ২৬ বলে ৩০ রান করেন।

এছাড়া জাকের আলি অনিক ১৬, সাঈদ সরকার অপরাজিত ১৭, মেহেদি হাসান (দুই) ৬ রান করে অপরাজিত থাকেন।

২২৩ রানের টার্গেটে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার রিশভ ৫১ রান করেন। আরেক ওপেনার ঈশানের ব্যাট থেকে আসে ২৪ রান। তিন নম্বরে নামা বিরাট সিং ২১, খারি ৪১ আর ওয়াশিংটন সুন্দর ৫০ রানের ইনিংস খেললে জয়ের পথ সহজ হয় স্বাগতিকদের। শেষ দিকে লমরোর ১৯ আর দাগার ১১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মিরাজ দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট দখল করেন সাঈদ, সাইফ উদ্দিন আর শান্ত।

প্রথম ম্যাচেও বাংলাদেশের অনূর্ধ্ব দলটি ভারতের বিপক্ষে হেরেছিল। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের সহজে হারায় মেহেদি হাসান মিরাজের দলটি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।