ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নাগপুর টেস্টের প্রথম দিনে ১২ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
নাগপুর টেস্টের প্রথম দিনে ১২ উইকেটের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে ২১৫ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস। হাফ সেঞ্চুরির কোটা পূরণ করতে পারেননি কোন ব্যাটসম্যানই।

তবে দিন শেষে প্রোটিয়াদের ইনিংসটিও সুখকর হয়নি। দলীয় ১১ রানে নিজেদের দুই উইকেট হারাতে হয়েছে দলটিকে।

নাগপুরে ভারত-প্রোটিয়া চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামে দু’দল। ভারতের ব্যাটিংয়ের জবাবে নেমে দলীয় চার রানে নিজেদের প্রথম ইউকেট হারায় সফরকারীরা। স্টিয়ান ভ্যান জায়েলকে শূণ্য রানে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। আর নাইটওয়াচম্যান হিসেবে নামা ইমরান তাহিরকে সরাসরি বোল্ড করেন রবিন্দ্র জাদেজা। ওপেনার ডিন এলগার ও চার নম্বরে নামা অধিনায়ক হাশিম আমলা ব্যাটিংয়ে অপরাজিত রয়েছেন।

এরআগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে দলপতির সিদ্ধানের প্রতি কোন ব্যাটসম্যানই সুবিচার করতে পারেননি।

পেসার মরনে মরকেল ও স্পিনার সিমন হারমারের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন কোহলিরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মুরালি বিজয়। স্বাগতিকদের সংগ্রহ আরও কম হতে পারতো। তবে শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহ ও অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার ব্যাটিং কল্যাণে দু’শর কোটা পার করতে পারে টিম ইন্ডিয়া।

শাহা ৩২ ও জাদেজা ৩৪ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন হারমার। আর তিনটি উইকেট পান মরকেল।

 বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।