ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলতে চায় কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
টাইগারদের বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলতে চায় কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ প্ল্যাঙ্কেট শিল্ডে ডে-নাইট ও গোলাপি বলে পরিক্ষামূলক ভাবে খেলবে দেশটি। আর একই বছরের ডিসেম্বরে ফ্লাড লাইটের আলোতেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় কিউইরা।



ফেব্রুয়ারিতে ঘরোয়া লিগের ২০ রাউন্ডে ডে-নাইট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচগুলো অকল্যান্ড, হ্যামিল্টন ও নেপিয়ারে অনুষ্ঠিত হবে। আর এরই ধারাবাহিকতায় ডে-নাইট টেস্ট খেলতে টাইগারদের প্রস্তাব করা হবে বলে জানান নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান লিন্ডসে ক্রোকার। তিনি আরও জানান, ডিসেম্বরই এই ফরম্যাটের সেরা সময়।

ক্রোকার বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ডিসেম্বরে ডে-নাইট টেস্ট খেলার উপযুক্ত সময়। নভেম্বর এটির জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ডিসেম্বরই কার্যকরী সময়। তবে এ ব্যাপারে আমরা এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোন রকম আলোচনা করিনি। ’

এদিকে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বহুল প্রতিক্ষিত ডে-নাইট টেস্ট। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টই হবে ইতিহাসে প্রথম ডে-নাইট ও গোলাপি বলের টেস্ট। আর এ ম্যাচকে ঘিরে উৎসুক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা।

বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সুর মিলিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম জানিয়েছেন, এ ম্যাচের মধ্যদিয়ে টেস্ট ম্যাচের জনপ্রিয়তা আরও বাড়বে। সেই সঙ্গে দর্শকরাও টেস্টের প্রতি আগ্রহ দেখাবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।