ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শহীদের পেস তাণ্ডবে ১০৯ রানে অলআউট রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
শহীদের পেস তাণ্ডবে ১০৯ রানে অলআউট রংপুর ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং সিলেট সুপারস্টারস। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি সাকিব আল হাসান।



মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুশফিকের সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রংপুর ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করেছে। সিলেটের পেসার মোহাম্মদ শহীদ একাই তুলে নেন ৪টি উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ওপেনার সৌম্য সরকারকে সাজঘরে পাঠিয়ে উইকেটের আনন্দে মাততে থাকে সিলেটের বোলাররা। সৌম্য ব্যক্তিগত ৭ রান করে মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন। আরেক ওপেনার লিন্ডল সিমন্স দলীয় ২৩ রানের মাথায় বিদায় নেন। ১৪ বলে দুটি বাউন্ডারিতে ১৩ রান করে রান আউট হন এ ক্যারিবীয়ান।

দ্রুত বিদায় নেন চার নম্বরে নামা মোহাম্মদ মিথুন। নাসুম আহমেদ ইনিংসের সপ্তম ওভারে মুশফিকের হাতে ধরা দিতে বাধ্য করেন মিথুনকে (৪)। দলীয় ৫৪ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন জহুরুল ইসলাম (৮)। থিসারা পেরেরা ১৬ বলে দুটি ছক্কায় ২১ রান করে রবি বোপারার বলে বোল্ড হন।

ড্যারেন স্যামি (৫) নাজমুলের বলে হিট উইকেটে বিদায় নেন। সাচিত্রা সেনানায়েকের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। শহীদের দ্বিতীয় শিকারে বোপারার তালুবন্দি হন তিনি।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে থাকা সাকিব আল হাসান তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে করেন শেষ ওভারে শহীদের বলে জসুয়া কবের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে করেন ৩৩ রান। তার বিদায়ের পরের বলেই শহীদ ফিরিয়ে দেন আরাফাত সানিকে। সানি ব্যাট হাতে করেন ৩ রান। সাকিবের ৩৭ বলের ইনিংসে ছিল দুটি চার আর একটি ছক্কা।

সিলেটের হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন অজন্তা মেন্ডিস। উইকেট শূন্য থাকেন ৪ ওভারে ১৯ রান খরচ করা মুনাবেরা। রবি বোপারা ৪ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে নেন একটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন নাজমুল ইসলাম এবং নাসুম আহমেদ। সর্বোচ্চ ৪টি উইকেট দখল করেন ৪ ওভারে মাত্র ১২ রান দেওয়া মোহাম্মদ শহীদ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।