ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হিউজ ট্র্যাজেডির এক বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
হিউজ ট্র্যাজেডির এক বছর ছবি: সংগৃহীত

ঢাকা: দেখতে দেখতে একটি বছর কেটে গেল। গত বছরের এ দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন অস্ট্রেলিয়ার ফিল হিউজ।

অন্যদিকে, অ্যাডিলেড ওভালে মাঠে গড়িয়েছে ঐতিহাসিক ডে-নাইট টেস্ট। কালো আর্মব্র্যান্ড পরে মাঠে নামেন স্মিথ-ওয়ার্নাররা। আর হিউজ স্মরণে গ্যালারিতে দর্শকরা তাঁর ছবি সংবলিত পোস্টার উঁচিয়ে ধরে।

গত বছরের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড সিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করার সময় নিউ সাউথ ওয়েলসের সিন অ্যাবটের একটি বাউন্সি বল মাথায় আঘাত হানলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর সিডনির হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে দু’দিন কোমায় থাকার পর ২৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান হিউজ। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বেই শোকের আবহ বিরাজ করে।

২৫ বছর বয়সী হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তিন ফরমেটে তাঁর সংগ্রহ ১৫৩৫, ৮২৬, ৬ রান। টেস্টে ৩টি ও ওয়ানডে ক্রিকেটে ২টি শতক হাঁকান প্রয়াত এ বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।