ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সবাই চায় টি-টোয়েন্টিতে বেশি রান: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সবাই চায় টি-টোয়েন্টিতে বেশি রান: মাশরাফি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশে বসবে এশিয়া কাপ টি-টোয়েন্টি।

বিপিএলকে এক অর্থে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ ধরা হচ্ছে। কিন্তু মিরপুরের উইকেট যেরকম আচরণ করছে তাতে ব্যাটসম্যানদের ব্যাটিং প্র্যাকটিসটা যেন ঠিকভাবে হচ্ছে না। সবশেষে চার ম্যাচে আগে ব্যাট করা দল রান করেছে যথাক্রমে ৮৯, ১০৯ ৯২ ও ৮২। মিরপুরের উইকেট যেন ব্যাটসম্যানদের মরণফাঁদ!

উইকেট এমন থাকায় ব্যাটসম্যানদের অনুশীলন যে সেভাবে হচ্ছে না-এটা মানলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফিও। শুক্রবার (২৭ নভেম্বর) মিরপুরে প্রথম ম্যাচে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৮২ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। তাদের ৯ উইকেটে হারিয়ে এ আসরে টানা তৃতীয় জয় তুলেছে কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উইকেট প্রসঙ্গে মাশরাফি বলেন, উইকেট কিন্তু এ বছরে বিশ্রামহীন। এ কারণে হয়তো দায়িত্বরতরা ঠিকভাবে উইকেট তৈরি করতে পারছেন না। সবাই চায় টি-টোয়েন্টিতে রান বেশি হোক। সে জায়গা থেকে ব্যাটসম্যানের প্র্যাকটিস কম হয়ে যাচ্ছে। সব কিছু কঠিন হচ্ছে ব্যাটসম্যানদের জন্য।

মুদ্রার উল্টোপিঠে উইকেট বোলারদের পক্ষে থাকায় লাভও দেখছেন মাশরাফি। এমন উইকেটে ভালো ব্যাটিং করতে পারলে সেটি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, এই উইকেট একদিকে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এটাও কিন্তু খারাপ না। এখান থেকে ব্যাটসম্যানরা যদি রান করতে পারে তাহলে আত্মবিশ্বাস বাড়বে। বোলাররা ভালো করলে তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। বাংলাদেশ টিম হয়ে যখন খেলতে যাব  তখন এমন উইকেট পড়লে কিভাবে ব্যাটিং করতে হবে সে ধারণা কিন্তু এখান থেকেই নিতে হবে। এক্ষেত্রে সম্বনয় করটা গুরুত্বপূর্ণ।

উইকেট ব্যাটসম্যানদের অনুকূলে না থাকলেও এতো কম রান হওয়ার মতো নয় বলে  মনে করেন মাশরাফি, মিরপুরের উইকেটটি হয়তোবা হাইস্কোরিং না, ১৭০-১৮০ রান হওয়ার মতো না। তবে ১০০-১২০ এরকমও হওয়ার কথা না। হয়তো আমরা সব দলের ব্যাটসম্যানরা একটু বেশিই তাড়াহুড়ো করছি। ১৪০-১৫০ করা সম্ভব এই উইকেটে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।