ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল কাপাঁতে আসছেন মালিক-শেহজাদরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বিপিএল কাপাঁতে আসছেন মালিক-শেহজাদরা

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামি মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিপিএলে যোগ দেবেন পাকিস্তানি ক্রিকেটাররা। ৩০ নভেম্বর দুবাইয়ে শেষ হবে ইংল্যান্ডের বিপক্ষে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।



দুবাই থেকে সরাসরি বাংলাদেশে চলে আসবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ। দলটির মিডিয়া ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া চিটাগং ভাইকিংসের উমর আকমল, ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ ইরফান, রংপুর রাইডার্সের ওয়াহাব রিয়াজ ও সিলেট সুপারস্টারসের সোহেল তানভিরের সিরিজ শেষে নিজ নিজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম চারটি ম্যাচ খেলে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে রওয়ানা হয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার মারলন স্যামুয়েলস। দলটির মিডিয়া ম্যানেজার জানান, চারটি ম্যাচের জন্যই তার সঙ্গে চুক্তি ছিল কুমিল্লার।

রংপুরের বিপক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) কুমিল্লার জয়ে ব্যাট হাতে ভূমিকা রাখেন স্যামুয়েলস। ২৪ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও ওঠে তার হাতে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।