ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ বাছাইপর্ব

থাইদের উড়িয়ে শুভসূচনা নারী দলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
থাইদের উড়িয়ে শুভসূচনা নারী দলের ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের দেওয়া ১০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রুমানা-ফাহিমাদের বোলিং তোপে ১৪.৪ ওভারে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস।



থাইদের হয়ে চানিদা শুদ্ধিরাং সর্বোচ্চ ১৩ রান করেন। এ ব্যাটসম্যান ছাড়া দলের অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রানের খাতা খোলার আগেই আউট হন দলের ছয় ব্যাটসম্যান।

রুমানা আহমেদ, ফাহিমা‍ খাতুন ও রিতু মনি দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক জাহানারা আলম ও শায়লা শারমিন।

থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার আয়েশা রহমানের ৩০ ও ফারজানা হকের ‍অপরাজিত ২৩ রানে ভর করে  ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান করে জাহানারা আলমের দল।

দুটি করে উইকেট নেন স্বাগতিকদের নাতায়া বুচাথাম ও সুলিপর্ন লাওমি।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আয়েশা রহমান।

এ ম্যাচে জয়ের ফলে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। রোববার (২৯ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জাহানারা-সালমারা। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজির মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরপর ০১ ডিসেম্বর একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ  ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ০৫ ডিসেম্বর বাছাইপর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।