ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে আনা হয়েছে বিপিএলের ম্যাচের সময়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এগিয়ে আনা হয়েছে বিপিএলের ম্যাচের সময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটির সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

বিসিবির টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মিনিট আগে শুরু হবে সন্ধ্যা পৌনে সাতটার ম্যাচগুলো।

প্রতিদিন দুটি করে ম্যাচ হওয়ায় দিনের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচটি পৌনে সাতটায়। এখন থেকে দ্বিতীয় ম্যাচটি সাড়ে ছয়টায় আনা হলেও দুপুরের ম্যাচের সময় ঠিক থাকছে।

শিশিরের প্রভাব থেকে মুক্তি পেতে দ্বিতীয় ম্যাচের সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে বলে কয়েকটি সূত্র থেকে জানা যায়।

দ্বিতীয় ম্যাচগুলো এখন থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে প্রথম ইনিংস শেষ হবে রাত আটটায়। ২০ মিনিট বিরতির পর রাত ৮.২০ মিনিটে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে, যা শেষ হবে রাত ৯.৫০ মিনিটে।

ইতোমধ্যেই শেষ হয়েছে ঢাকা পর্বের ম্যাচ। আগামী ৩০ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর চট্টগ্রামে দ্বিতীয় পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে আটটি ম্যাচের পর ০৬ ডিসেম্বর থেকে আবারও ঢাকায় গড়াবে বিপিএলের বাকি ম্যাচগুলো।


চট্টগ্রাম পর্ব:

৩০ নভেম্বর: বরিশাল-চট্টগ্রাম (দুপুর দুইটা), কুমিল্লা-সিলেট (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০১ ডিসেম্বর: রংপুর-চট্টগ্রাম (দুপুর দুইটা), বরিশাল-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০২ ডিসেম্বর: কুমিল্লা-ঢাকা (দুপুর দুইটা), সিলেট-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৩ ডিসেম্বর: রংপুর-বরিশাল (দুপুর দুইটা), কুমিল্লা-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৪ ডিসেম্বর: বিশ্রাম এবং ঢাকার পথে যাত্রা
০৫ ডিসেম্বর: বিশ্রাম এবং ঢাকার পথে যাত্রা
 
মিরপুর পর্ব:

০৬ ডিসেম্বর: সিলেট-বরিশাল (দুপুর দুইটা), রংপুর-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৭ ডিসেম্বর: কুমিল্লা-বরিশাল (দুপুর দুইটা), সিলেট-রংপুর (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৮ ডিসেম্বর: চট্টগ্রাম-ঢাকা (দুপুর দুইটা),  কুমিল্লা-রংপুর (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৯ ডিসেম্বর: সিলেট-ঢাকা (দুপুর দুইটা), বরিশাল-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

১০ ডিসেম্বর: কুমিল্লা-সিলেট (দুপুর দুইটা), বরিশাল-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

১১ ডিসেম্বর: বিশ্রাম / অনুশীলন

প্রথম কোয়ালিফায়ার / সেমিফাইনাল

১২ ডিসেম্বর: প্রথম স্থানে থাকা দল বনাম দ্বিতীয় স্থানে থাকা দল (দুপুর দুইটা), তৃতীয় স্থান বনাম চতুর্থ অবস্থানে থাকা দল (সন্ধ্যা সাড়ে ছয়টা)
 
দ্বিতীয় কোয়ালিফায়ার:
১৩ ডিসেম্বর: প্রথম সেমির হেরে যাওয়া দল বনাম এলিমেনিটরে বিজয়ী দল
 
১৪ ডিসেম্বর: বিশ্রাম/ অনুশীলন

১৫ ডিসেম্বর: ফাইনাল ম্যাচ

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।