ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১২টি দল নিয়ে কর্পোরেট ক্রিকেট লিগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
১২টি দল নিয়ে কর্পোরেট ক্রিকেট লিগ

ঢাকা: শুরু হচ্ছে টি-টোয়েন্টি কর্পোরেট ক্রিকেট লিগ-২০১৫। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এ টুর্নামেন্টটি।

যেখানে অংশ নেবে দেশের মোট ১২টি কর্পোরেট দল।

টি-টোয়েন্টি কর্পোরেট ক্রিকেট লিগ-২০১৫ উপলক্ষে সোমবার (৩০ নভেম্বর) প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। এছাড়া আরও ছিলেন টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়াল কমিটির প্রধান সাইফুদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরের ৪ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি কর্পোরেট ক্রিকেট লিগ-২০১৫। ২৬ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে এ টুর্নামেন্টটি শেষ হবে। এর মাঝে দলগুলো ১১, ১২, ১৮ আর ২৫ ডিসেম্বরেও লড়বে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে।

টুর্নামেন্টটি প্রসঙ্গে হান্নান সরকার বলেন, বাংলাদেশের সব চেয়ে বড় বিনোদনের মাধ্যম হলো ক্রিকেট। এ টুর্নামেন্টটি কর্পোরেট হাউজগুলোকে নিয়ে আয়োজিত হচ্ছে। দলগুলো নিজেদের ব্যস্ত সময়ের মাঝেও নিজেদের মধ্যে লড়বে।

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো: বাংলালিংক, রবি, আনোয়ারা গ্রুপ, বন্ধু ডিজাইন লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, গোল্ডেন হারভেস্ট, রেডিও টুডে, এস এ টিভি, একাত্তর টিভি, সিহাব কর্পোরেট হাউজ, ইডব্লিউইউ অ্যালামনি এসোসিয়েশন এবং বন্ধু ট্রেডিংস।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ৩০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।