ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিকদের লক্ষ্য ১৬৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মুশফিকদের লক্ষ্য ১৬৫ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেট সুপার স্টারসকে ১৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৪তম ম্যাচে সিলেট প্রথম জয়ের দেখা পাবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট দলপতি মুশফিকুর রহিম।



ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলেন লিটন দাস ও ইমরুল কায়েস। সপ্তম ওভারের মাথায় লিটন (৪২) আউট হলেও অপর প্রান্ত আগলে রাখেন ইমরুল। কিন্তু, ১০ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের মুক্তার আহমেদ (১) ও শুভাগত হোম (০)।

তবে পাকিস্তানি আষাঢ় জাইদির সঙ্গে চতুর্থ উইকেট পার্টনারশিপে ৬২ রান যোগ করেন ইমরুল। মাত্র দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ইমরুল। রাভি বোপারার বলে নাজমুল হোসেনের তালুবন্দি হন ২৮ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। নির্ধারিত ওভার শেষে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ১৬৪ রান। অর্ধশতক হাঁকিয়ে জাইদি ৫৩ ও মাশরাফি ১০ রানে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে একাই চারটি উইকেট লাভ করেন অভিজ্ঞ ইংলিশ মিডিয়াম পেসার রাভি বোপারা।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে এখনো জয়হীন সিলেট। বিনা পয়েন্টে অবস্থান তলানিতে। অন্যদিকে, হার দিয়ে বিপিএল শুরু হলেও টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।