ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের টেস্ট দলে কোল্টার-নাইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
অজিদের টেস্ট দলে কোল্টার-নাইল ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইল। সম্প্রতি ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে না খেললেও মিচেল স্টার্কের অনুপস্থিতিতে দলে সুযোগ পেলেন এ ডানহাতি বোলার।



সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাঁয়ে চোট পান স্টার্ক। আর ইনজুরি গুরুতর হওয়ায় আগামী ফেব্রুয়ারিতে কিউই সফরেও শঙ্কা জেগেছে এ বাঁহাতি কুইকারের। অজি নির্বাচক কমিটির চেয়ারম্যান রড মার্শ জানিয়েছেন আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত স্টার্ক।

১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যারিবীয়দের বিপক্ষে হোবার্ট টেস্টে সুযোগ পেলেন কোল্টার-নাইল। তিনি এরআগে জাতীয় দলের হয়ে কোন টেস্ট ম্যাচ খেলেননি। যেখানে ভিক্টোরিয়ার ফাস্ট বোলার স্কট বোল্যান্ডকে অতিরিক্ত বোলার হিসেবে রাখা হয়েছে। যদি কোন সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের পরে অসুস্থ হয়ে পড়েন তবে সুযোগ পেতে পারেন স্কট। আর ১২ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন অন্য ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। স্টার্কের বদলে মূল একাদশেও সুযোগ পেতে পারেন তিনি।

অজি টেস্ট দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, শন মার্শ, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), পিটার সিডল, জেমস প্যাটিনসন, নাথান কোল্টার-নাইল, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড (অতিরিক্ত)।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।