ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অখ্যাত’ জাইদি-ই কুমিল্লার ত্রাতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
‘অখ্যাত’ জাইদি-ই কুমিল্লার ত্রাতা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাট-বল দুটোতেই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টানছেন আসহার জাইদি। সোমবার (৩০ নভেম্বর) সিলেট সুপারস্টারসের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলার পর আজ (বুধবার) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলেছেন ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।



দুই ম্যাচেই অপরাজিত থাকায় ব্যাটিং গড়ও এ মুহুর্তে পরিসংখ্যানে আসছেনা। দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে প্রতিপক্ষের বোলারদের সামনে সংগ্রাম করছেন সেখানে শত চাপকে জয় করে ব্যাট সাবলীল, সাহসী ও বিধ্বংসী এই ক্রিকেটার। অখ্যাত জাইদি-ই ত্রাতা হয়ে উঠেছেন মাশরাফির দলের। বিপিএলে তার স্ট্রাইক রেটটাও চোখে পড়ার মতো- ১৫০.৭৬।
 
করাচিতে জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার পাকিস্তান দলে খেলার সুযোগ না পেলেও ইংল্যান্ডের কা‌উন্টি দলে খেলছেন ২০১৩ সাল থেকে। ইংল্যান্ডে নাগরিকত্ব পাওয়া এই ক্রিকেটার মন্টি পানেসারের বিকল্প হিসেবে জায়গা পান সাসেক্সে। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাউন্টি ক্লাবটিতে।

সাসেক্সের এই ক্রিকেটার এবার বিপিএল মাতাচ্ছেন কুমিল্লার হয়ে। স্পিনজাদুতে বল হাতে চার ম্যাচে তুলেছেন ৬ উইকেট।  
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার (শোয়েব মালিক, আহমেদ শেহজাদ) থাকলেও সব আলো কেড়ে নিচ্ছেন আসহার জাইদি।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।