ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মোদিকে বিয়ের দাওয়াত দিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মোদিকে বিয়ের দাওয়াত দিলেন রোহিত ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট দল এখন সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি খেলতে ব্যস্ত। দিল্লির ফিরোজ শাহ কোটলায় চতুর্থ ম্যাচটি খেলতে ব্যস্ত ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাও।

তবে, সিরিজ নিয়ে ব্যস্ততার মধ্যে রোহিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন।

ভারতীয় পার্লামেন্টে মোদিকে নিজের বিয়ের দাওয়াত দিয়েছেন রোহিত শর্মা। দেশটির প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্র দেওয়ার পাশাপাশি একটি ফুলের তোড়াও নিয়ে গিয়েছিলেন।

ডিসেম্বরের ১৩ তারিখে বিয়ে করছেন রোহিত শর্মা। ছোটবেলার বান্ধবী ঋতিকা সাজেদার সঙ্গে দীর্ঘ ছয় বছর প্রেম ছিল রোহিতের। গত এপ্রিল মাসে ঋতিকার সঙ্গে বাগদান হয় তার।

বান্দ্রার পাঁচতারা হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে। ধারণা করা হচ্ছে তার বিয়েতে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাদের আরেকবার মিলন মেলা ঘটবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।