ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বড় ব্যবধানে জিতে এগিয়ে গেল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বড় ব্যবধানে জিতে এগিয়ে গেল কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কাকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই জয়টি সহজ হয় কিউইদের।

লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমাল ৫৮ রান করলেও অন্য কোন পঞ্চাশের ঘরে পৌঁছাতে পারেননি।

নিউজিল্যান্ড-৪৩১ ও ২৬৭/৩ ডিক্লে.
শ্রীলঙ্কা-২৯৪ ও ২৮২ (৯৫.২ ওভার)

ডুনেডিনে ম্যাচের শেষ দিনে ৪০৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল শ্রীলঙ্কা। আগের দিন দলটি তিন উইকেট হারিয়ে ১০৯ রানে চতুর্থ দিন শেষ করেছি। সফরকারী ব্যাটসম্যানরা দৃড় থাকলেও ইনিংস বড় করতে না পারাতেই তাদের এমন হার মানতে হয়।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। আর দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে।

আগামী ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে দু’দলের মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।