ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবহেলিত হয়ে রয়েছেন তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। মাঠের পারফরম্যান্স অসাধারণ হলেও দেশটির ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের জেরে সুযোগ মিলছে না দলে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১২ রানে হারের লজ্জা পায়। দলের এমন বাজে পারফর্মে হতাশ ব্রাভো বলেন, ‘আমাদের দলে বিশ্বসেরা ক্রিকেটার রয়েছে। তবে আমাদের ভালো গ্রাউন্ড, নেট ও অ্যাকাডেমি নেই। এসব ব্যাপারও আমাদের বিপর্যয়ের কারণ। ’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সদস্য ও ম্যানেজমেন্টের সম্পর্ক আরও ভালো করতে হবে। সবাইকে আরও সৎ হতে হবে। বর্তমানে সংস্থাটিতে অনেক অযোগ্য লোক রয়েছে। ’
এদিকে এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোনায় মেতেছিলেন দেশটির সাবেক দুই তারকা মাইকেল হোল্ডিং ও ব্রায়ান লারা।
ব্রাভো ২০১৪ সালের অক্টোবর সর্বশেষ ক্যারিবীয়দের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেবার ভারত সফরে তিনি দলের অধিনায়ক ছিলেন। তবে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দেনা-পাওনা সমস্যা থাকায় তার নেতৃত্বে সফর স্থগিত করে খেলোয়াড়রা। এ কারণে ২০১৫ বিশ্বকাপে দলের বাইরে রাখা হয় ব্রাভোকে। তবে টি-টোয়েন্টিতে নিয়মিত খেলছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, ১৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস