ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফগানদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আফগানদের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে জমজমাট মেগা ইভেন্টটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত দলটির অনুমোদন দিয়েছে এসিবি।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজ খেলেছে আফগান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ৪-০তেই জয় পেয়েছে তারা। মূলত সদ্য শেষ হওয়া সে সিরিজের পারফর্ম বিবেচনা করে দল ঘোষণা করে এসিবি।

বিশ্বকাপের আগে সুখস্মুতি নিয়েই বাংলাদেশে পা রাখবে আফগানরা। জিম্বাবুয়েকে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারানো আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে জয় পায় ৪৫ রানে। তৃতীয় ম্যাচে ৭৪ রানে জিতে শেষ ম্যাচে আফগান যুবারা জয় তুলে নেয় ১৫৯ রানের বিশাল ব্যবধানে।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ইহসানউল্লাহ জান্নাত, ইকরাম, করিম জান্নাত, মোহাম্মদ জাহির, মুসলিম মুসা, নাসির খান ওমর, নাভিদ ওবাইদ, নিজাতুল্লাহ মাসুদ, পারওয়াইজ মালিকজাই, কোয়াইস হাসান, সাঈদ শাফাক, শামসুর রহমান, তারিক স্তানিকজাই, জিয়াউর আহমেদ এবং জহির খান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘন্টা, ২২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।