ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার মিরপুরে যুবাদের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এবার মিরপুরে যুবাদের প্রস্তুতি ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাকি মাত্র এক মাস। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এ আসরে অংশ নিতে এরই মধ্যে নিবিড় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্ততি ম্যাচ খেলার মধ্যে রয়েছে মেহেদি হাসান মিরাজের দল।

ফতুল্লায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রিত একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার মিরপুরে একই দলের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে টাইগার যুবারা। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মিরপুর একাডেমি মাঠে ফিটনেস অনুশীলন করেছেন মিরাজ, শান্ত, পিনাক ঘোষরা।

ফুতল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সহজ জয় পেলেও দ্বিতীয়টিতে চার উইকেটে পরাজিত হয় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলটি।

এর আগে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এক সপ্তাহের ক্যাম্প দিয়ে শুরু হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া।
 
মূল পর্বের আগে ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামবে মিরাজবাহিনী। ২৫ জানুয়ারি একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।