ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমদের পরামর্শক ইমরান খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
তামিমদের পরামর্শক ইমরান খান

ঢাকা: আসছে বছর শুরু হচ্ছে প্রথমবারের মতো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সংযুক্ত আরব আমিরাতে আসরটি সম্পন্ন হবে।

মজার খবর এ টুর্নামেন্টের দল পেশোয়ার জালমির হয়ে ক্রিকেটে আবারও প্রত্যাবর্তন হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের।

পেশোয়ার দলের পরামর্শক হিসেবে প্রথম এ আসরে যুক্ত হচ্ছেন ইমরান। এমনটিই জানিয়েছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি, ‘ইমরান খান আমাদের দলের পরামর্শক হয়েছেন। আমরা তার মতো সাবেক ক্রিকেটার পেয়ে দারুণ খুশি। আশা করি তার উপদেশে দল ভালো কিছু করবে। ’

১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট থেকে অবসরে যান ইমরান। শুধু অবসরই নয় ক্রিকেটের সংশ্লিষ্ট সকল কাজ থেকেই নিজেকে গুটিয়ে নেন কিংবদন্তি এ অলরাউন্ডার। পরবর্তীতে হয়ে পড়েন দেশটির নামকরা রাজনীতিবিদ। বর্তমানে ইমরানের ধ্যান-জ্ঞ্যানে রাজনীতিই বেশি মূল্যবান।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের প্রথম আসর। পেশোয়ার জালমি দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। এ দলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

পেশোয়ার স্কোয়াড: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, জুনায়েদ খান, জিম অ্যালেনবি, আমির ইয়ামিন, ডোয়াইড মালন, ইমরান খান জুনিয়র, শহীদ ইউসুফ, আবদুর রেহমান, মুসাদ্দিক আহমেদ, হাসান আলী

অতিরিক্ত ক্রিকেটার: ব্র্যাড হজ, ইসরারুল্লাহ, তাজ ওয়ালী।

তামিম ছাড়াও বাংলাদেশ থেকে আরও তিন ক্রিকেটার পিএসএলে এবারের আসরে দল পেয়েছেন। করাচি কিংসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর লাহোর কালান্ডার্সে সুযোগ পেয়েছেন কার্টার স্পেশালিষ্ট মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।