ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতে যুবাদের বিসিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ফেব্রুয়ারিতে যুবাদের বিসিএল ছবি: সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তার দুইদিন পর ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সন টুর্নামেন্ট।

খেলা হবে চট্টগ্রামের দুটি ভেন্যু-জহুর আহমেদ চৌধুরী ও এম এ আজিজ স্টেডিয়ামে।
 
বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোও বেশ আগ্রহ দেখাচ্ছে বলে জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে বিসিএলের মতো টুর্নামেন্ট করতে যাচ্ছি। এটা ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এম এ আজিজ স্টেডিয়ামে শুরু করতে যাচ্ছি। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকে আগ্রহ দেখিয়েছে টিম কেনার জন্য। ’
 
বিসিএলের বিভিন্ন ফরম্যাটে ফ্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখানোয় তাদের কৃতজ্ঞতা জানিয়ে আকরাম খান বলেন, ‘শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য সহযোগিতা করে যাচ্ছে। গতবার ওয়ানডে টুর্নামেন্টে খেলার জন্য ওদের অনুরোধ করেছিলাম, ওরা খেলেছে। ’  
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।