ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কেপটাউন টেস্টে ফিরছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কেপটাউন টেস্টে ফিরছেন অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে (বক্সিং ডে টেস্ট) খেলতে পারেননি। তবে দ্রুতই ফিটনেস সমস্যা কাটিয়ে উঠেছেন জেমস অ্যান্ডারসন।

দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডের বোলিং অ্যাটাকে নেতৃত্ব দিতে পারেন ১১০টি টেস্ট খেলা এ অভিজ্ঞ পেসার।

কেপটাউনে আগামী বছরের ২ জানুয়ারি চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। প্রথম ম্যাচে ২৪১ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা।

একটি সূত্রমতে জানা যায়, ইতোমধ্যেই নাকি ফিটনেস পরীক্ষা উতরে গেছেন অ্যান্ডারসন। ইংলিশ বোলিং কোচ ওটিস গিবসনের অধীনে ছয় ওভার বোলিং করে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসনের খেলার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

এদিকে, অ্যান্ডারসনের ফেরাটা ইংল্যান্ডের জন্য স্বস্তিদায়ক হলেও টেস্ট র‌্যাকিংয়ের শীর্ষ বোলার ডেল স্টেইনকে ঘিরে সংশয়ের মধ্যে রয়েছে দ. আফিকা। ডারবান টেস্টে কাঁধের ইনজুরিতে ভোগায় কেপটাউন টেস্টে তার মাঠে নামা অনিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

** কেপটাউন টেস্টে স্টেইনের খেলা অনিশ্চিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।