ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকান দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। ডারবানে প্রথম টেস্টে ২৪১ রানের বড় ব্যবধানের হারা প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন।
এদিকে ইনজুরির কারণে পরের টেস্টে খেলা নিয়ে শঙ্কা রয়েছে ফাস্ট বোলার ডেল স্টেইনের। তাই তার জায়গা দলে নেওয়া হয়েছে পেসার ক্রিস মরিসকে। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে মাত্র ৩.৫ ওভার বোলিং করতে পেরেছিলেন স্টেইন।
বাঁহাতি ব্যাটসম্যান ডি কক সম্প্রতি ঘরোয়া সানফয়েল চার দিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। আর দ.আফ্রিকা ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি ছিলো তার। ডি কক ক্যারিয়ারের ছয়টি টেস্ট খেলা সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত জুলাইয়ে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট দল:
হাশিম আমলা (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কাইল অ্যাবট, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, মরনে মরকেল, ক্রিস মরিস, ড্যানের পিডিট, কাগিয়াসো রাবাদা, রিলি রোসো, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জায়েল।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৫
এমএমএস