ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপে ক্যারিবীয় দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বাংলাদেশ বিশ্বকাপে ক্যারিবীয় দল ছবি: সংগৃহীত

ঢাকা: শিমরন হেটমায়ারকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুবাদের বিশ্বকাপে খেলবেন শিমরন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০১৪ আসরে তিনি ক্যারিবীয় দলে ছিলেন।

আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে অ-১৯ বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠবে। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারির ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকায় ৯টায় গ্রুপ ‘এ’র হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

টুর্নামেন্টের গ্রুপ ‘সি’ তে ও. ইন্ডিজের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ফিজি ও জিম্বাবুয়ে। এর মধ্যে ইংলিশরা অ-১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসরের (১৯৯৮, দক্ষিণ আফ্রিকায়) চ্যাম্পিয়ন দল। অন্যদিকে, এখনো যুব বিশ্বকাপের শিরোপা ছুঁতে পারেনি ক্যারিবীয়রা।

প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগে এর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অ-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ও. ইন্ডিজ যুবারা।

ও. ইন্ডিজ অ-১৯ দল: শিমরন হেটমায়ার (অধিনায়ক), কিমো পল, ক্যাসি কার্টি, শহীদ ক্রুকস, মাইকেল ফ্রিউ, জাইদ গুলি, টেভিন ইমলাখ, রায়ান জন, অলজারি জোসেফ, কিরস্তান কালিচরন, ওবেদ ম্যাককয়, গিডরন পোপ, ওডিন স্মিথ, শ্যামার স্প্রিঙ্গার ও ইমানুয়েল স্টুয়ার্ট।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।